Eid-Ul-Fitr Celebration at MDI Center 2025
MDI Center Otto-hahn-str. 2, Aschheimআসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, শুকরিয়া মহান আল্লাহর, যিনি আমাদেরকে রহমত, বরকত ও মাগফিরাতের পবিত্র রমজান নসিব করেছেন। আত্মশুদ্ধির এই মাস শেষে আমরা সবাই মিলে *ঈদুল ফিতর* উদযাপন করবো, ইনশাআল্লাহ। হাদিসে রাসূল (সা:) বলেছেন: রোজা ভঙ্গের দিন (ঈদুল ফিতর) এবং কুরবানির দিন (ঈদুল আযহা) মুসলমানদের জন্য উৎসবের দিন। (সুনানে আবু দাউদ) তাই, প্রতি বছরের মতো এবারও এমডিআই সেন্টার আয়োজন করতে যাচ্ছে উৎসবমুখর ঈদুল ফিতর উদযাপন অনুষ্ঠান, যেখানে থাকবে— বড়দের ঈদ উদযাপনের পাশাপাশি, ছোটদের জন্য নান্দনিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজিস্ট্রেশন: রেজিস্ট্রেশন ফরমটি সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করুন। আপনি সহ মোট কতজন আপনার সাথে ঈদ উদযাপনে আসছেন সেই সংখ্যা নির্ধারিত জায়গায় উল্ল্যেখ করুন। ফর্মে প্রদত্ত অপশন থেকে আপনি এবং আপনার সাথে যারা MDI Center এ ঈদ উদযাপনে আসবেন তাদের অপশন/অপশনগুলো বাছাই করুন। আমাদের নির্ধারিত রেজিস্ট্রেশন ফী অনুযায়ী আপনি মোট ফী এর পরিমান দেখতে পাবেন। এখন ফরমটি Submit করলে আপনাকে ইমেইলের মাধ্যমে পরবর্তী করনীয় ধাপসমূহ জানানো হবে। ইমেইলে উল্লেখিত Reference text টি পেমেন্টের সময় অবশ্যই ব্যবহার করতে হবে আপনার পেমেন্ট সম্পন্ন হলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশন এর শেষ দিন ২৬ মার্চ ২০২৫ যোগাযোগ: যদি কোনো সমস্যা হয় বা আরো কোনো প্রশ্ন থাকে, তবে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ আকরাম: +49 174 331348 আতিক: +49 178 5863525 info@munichdawah.com আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমাদের ক্ষমা করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এমডিআই সেন্টারে ঈদের জামাত সকাল ৮:৩০ ঈদ উদযাপন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুর ১১:৩০ বি:দ্র: যেহেতু ঈদুল ফিতর শাওয়াল মাসের চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই নামাজের সময়সূচি পরিবর্তিত হতে পারে। আমাদের ধারণক্ষমতার অতিরিক্ত রেজিস্ট্রেশন হয়ে যাওয়ায় সঙ্গত কারণেই আমাদের রেজিস্ট্রেশন নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করতে হচ্ছে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। সকলের এমন অংশগ্রহণ MDI এর জন্য অনেক অনুপ্রেরণা দায়ক। আশা করবো আমাদের এই সিদ্ধান্তের প্রতি আপনারা সহযোগিতা জানাবেন। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন। জাযাকাল্লাহু খায়রান